ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

ডাচদের হারিয়ে সুপার এইটের স্বপ্ন রাঙাতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৩ জুন ২০২৪

বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন আরও রঙিন করতে আজ মাঠে নামছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন উজ্জল হবে টাইগারদের। নিজেদের সর্বোচ্চ দিয়ে হলেও এই ম্যাচে জয় চায় বাংলাদেশ। এদিকে, টিকে থাকতে ডাচদের জয়ের বিকল্প নেই। 

ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

সবচেয়ে বাজে অবস্থায় থেকেও দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু হয় বাংলাদেশের। লঙ্কানদের হারানো পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ১ জয়ে গ্রুপে দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল অংশ নেবে সুপার এইটে। টানা তিন জয়ে এরই মধ্যে সেটা নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে এই স্বপ্ন অনেকটাই ভেস্তে গেছে লঙ্কানদের। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে নেদারল্যান্ডস। চারে আছে নেপাল। তাই বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে জয়ী দলের সুপার এইট নিশ্চিত হবে অনেকটাই।

নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে বাংলাদেশ। এই ফরমেটে ডাচদের বিপক্ষে চার ম্যাচ খেলে কখনই হারেনি টাইগাররা। তবে গত ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল সাকিব-মাহামুদুল্লাহরা। এবার সেটার প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ।

এই মুহূর্তে বোলিং লাইনে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। বিশ্বকাপে বাকি দুই ম্যাচের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজে। দেশ-বদলানোর সাথে সাথে ব্যাটিংয়েও ধারাবাহিক হওয়ার চেষ্টায় সাকিব-শান্তরা।

এদিকে, বাংলাদেশর মতো প্রথমবার দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন নেদারল্যান্ডসের। টি-টোয়েন্টি কখনই বাংলাদেশকে হরাতে না পারলেও ওয়ানডেতে সবশেষ মুখোমুখো দেখায় জয়ের রেকর্ড রয়েছে ডাচদের। সেটাও বিশ্বকাপের মঞ্চে। এই বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে জয়ের ছক কষছে নেদারল্যান্ডস।

বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট,  পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি