ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

নেপালের বিপক্ষে আগ্রাসি খেলেবে আত্মবিশ্বাসী বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১৬ জুন ২০২৪

বিশ্বকাপে সুপার এইট নিশ্চিতে সোমবার ভোরে নেপাল চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য টাইগারদের। সংবাদ সম্মেলনে তাসজিম সাকিব জানিয়েছেন, নেপালের বিপক্ষে আগ্রাসি খেলেবে বাংলাদেশ দল। 

এদিকে, বিশ্বকাপের শেষটায় সাকিব-মাহামুদুল্লাহদের হারানো হুঙ্কার দিয়ে রেখেছে নেপাল। 

সেন্ট ভিনসেন্ট পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৫টায়।

খারাপ সময় পেছনে ফেলে কিভাবে ঘুড়ে দাঁড়ানো যায় সেটা আবারও দেখিয়েছে বাংলাদেশ দল। কয়েকদিন আগে যুক্তারাষ্ট্রের কাছে সিরিজ হারা দলটিই এখন বিশ্বকাপের সুপার এইটের দ্বারপ্রান্তে। নেপালের বিপক্ষে কোনোমতে পয়েন্ট পেলেই এই বিশ্বকাপই হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল। তিন ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে টাইগাররা। নেপালের বিপক্ষে হেরে গেলেও সুপার এইটে খেলার সুযোগ আছে বাংলাদেশের। এ-ক্ষেত্রে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। তবে কোনো সমীকরণ নয় জয় দিয়েই দ্বিতীয় পর্বে যেতে চায় লাল সবুজের দল।

জয় পেলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তিত বাংলাদেশ দল। তবে এই ম্যাচ দিয়ে শান্ত-লিটনরা রানে ফিরবে বলে মনে করছেন পেসার তানজিম হাসান তামিম।

নেপালকে হারিয়ে সুপার এইটের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার লক্ষ্য বাংলাদেশের।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ার বিশ্বকাপের সুপার এইটের আশা শেষ হয়েছে নেপালের। তবে শেষটা জয় দিয়েই রাঙানোর পরিকল্পনা দলটির।

মাঠের দর্শকদের উন্মাদনায় ইতোমধ্যে বেশ পচিচিতি পেয়েছে নেপাল। বিশ্ব ক্রিকেটে তাদের পরিচিতি বৃদ্ধি ও উন্নয়নের জন্য হরাতে চয় বাংলাদেশকে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

নেপাল দল
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশাল ভ্রুতেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সনদ্বীপ লামিচানে, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুনদ্বীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কামাল সিং আইরি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি