ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই ধাপ এগোল সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১৯ জুন ২০২৪

আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তালিকার শীর্ষে উঠেছেন  অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। অন্যদিকে, দুই ধাপ এগিয়ে পঞ্চমস্থান থেকে তৃতীয় স্থানে উঠেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আজ বুধবার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে সাকিবকে সরিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিলেন নবি। সপ্তাহের চাকা ঘুড়তেই নবিকে টপকে সিংহাসন দখলে নিলেন স্টয়নিস। এ সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ৫৯ রান ও নামিবিয়ার বিপক্ষে ৯ রানে ২ উইকেট তিনি। এতে ২৩১ রেটিং নিয়ে শীর্ষে উঠেন স্টয়নিস।

২২২ রেটিং নিয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলঙ্কার অধিনায়ক হাসারাঙ্গা ডি সিলভা।

শীর্ষস্থান হারানোর পর এ সপ্তাহে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬৪ ও নেপালের বিপক্ষে ১৭ রান করার পাশাপাশি ৯ রানে ২ উইকেট শিকার করেন তিনি। ফলে ১০ রেটিং বাড়িয়ে তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব।

তিন ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন গেল সপ্তাহে শীর্ষে থাকা নবি। তার রেটিং এখন ২১৩।

বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেওয়ার পরও বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ৬৩২ রেটিং নিয়ে ১৪তম স্থানে আছেন তিনি। যা বাংলাদেশী বোলারদের মধ্যে সেরা অবস্থান।

ব্যাটিং তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহিদ হৃদয়। এ সপ্তাহে তিন ধাপ পিছিয়ে ৩০তমস্থানে নেমে গেছেন হৃদয়। তার রেটিং ৫৫৮।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি