ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

দাপুটে জয় দিয়ে সুপার এইট শুরু ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০, ২১ জুন ২০২৪

দাপুটে জয় দিয়ে বিশ্বকাপের সুপার এইট শুরু করলো টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের হাফে সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে রোহিতের দল।

বৃহস্পতিবার (২০ জুন) ব্রিস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৫৩ রান করেছেন সূর্যকুমার যাদব। তাছাড়া ৩২ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ৭ রানে ৩ উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুগেছে আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারে চার-ছক্কা হাঁকানো রহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন। বুমরাহর বলে উইকেটে পেছনে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১১ রান।

সুবিধা করতে পারেননি আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাইও। মাত্র ২ রান করে বুমরাহর শিকার হয়েছেন তিনি। তিনে নেমে ইব্রাহিম জাদরানও একই পথে হেঁটেছেন। তাতে ২৩ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা।

এরপর গুলবাদিন নাইব-আজমতউল্লাহ ওমরজাইরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। 

ভারতের দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। এই পেসার ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। আর্শদীপ সিং ৩৬ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে আজও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি রোহিত-কোহলি জুটি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন রোহিত। ১৩ বলে ৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারত অধিনায়ককে বিদায় করে ১১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ফজল হক ফারুকি।

রোহিত দ্রুত ফিরলেও তিনে নেমে আক্রমণাত্মক শুরু করেন ঋষব পান্ত। এই উইকেটকিপার ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন বেশ সাবলীল ব্যাটিং করেছেন। তবে ১১ বলে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। আসরে এখনও পর্যন্ত রানের দেখা না পাওয়া কোহলি আজ দুই অঙ্কে পৌঁছেও ইনিংস বড় করতে পারেননি। রশিদ খানকে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান।

৬২ রানে তৃতীয় উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন সূর্যকুমার যাদব। এই মিডল অর্ডার ব্যাটার উইকেটে এসেই কাউন্টার অ্যাটাক করেছেন। তাতে সামনে বল ফেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আফগান বোলারদের। দলের পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৮ বলে ৫৩ রান করেছেন তিনি।

সূর্যকুমারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া। তবে ফিনিশিংটা ঠিকমতো দিয়ে আসতে পারেননি। ১৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। শেষদিকে অক্ষর প্যাটেলের ৬ বলে ১২ রানের ইনিংস হার্দিকের অভাব কিছুটা হলেও পূরণ করেছে।

ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি