ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২৯ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াই আজ। শেষ হাসি হাসবে কে? রোহিত নাকি মার্কারাম? আবারও কি শিরোপার স্বাদ পেতে যাচ্ছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। নাকি প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে চুমু আঁকতে যাচ্ছে আফ্রিকানরা। 

বার্বডোসের সবুজ গালিচায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপের ফাইনালে সেয়ানে সেয়ানে লড়াই। ভারত-দক্ষিণ আফ্রিকার দু’দলই এই বিশ্বকাপের অপরাজিত। তাই পরিষ্কার করে ফেবারিট বলার সুযোগ নেই কাউকেই।

ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার। টি-টোয়েন্টি দুইবার। সেমিতে বিষাদের যন্ত্রাণা নিয়ে দেশ ফিরতে হয়েছিলো শন পোলাক, এবি ডিভিলিয়ার্সদের সবারই। তেব মার্কারামে হাত ধরে তেমনটা আর হয়নি। এবার তাদের টার্গেট স্বপ্ন ছোঁয়ার।

ডি-কক, ক্লাসেন, ইয়ানসেন, বাদাডাদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসি প্রোটিয়া অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জয়ের আশার কথাই শোনালেন মার্কারাম। বলেন, দেশ থেকে অনেক সমর্থন পেয়েছি। সাবেকরা সমর্থন জানিয়েছেন, যেটা দল হিসেবে আমাদের জন্য দারুণ ব্যাপার। শৈশবে যাঁরা আমাদের প্রেরণা ছিলেন, তাঁদের এখন গর্বিত করার সুযোগটা পাচ্ছি। ফাইনাল খেলতে পেরে সবাই খুশি। তবে পূর্নতা পেতে এখনও একটি ধাপ বাকি। অন্য সবার মতো আমরাও হারতে পছন্দ করি না। ফাইনালে তো নয়ই।

এদিকে, প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ে পর ২০১৪ সালে ফাইনালে হার। ১০ বছর পরে আবারো শিরোপা জয়ের সুযোগ। ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টেই দুর্দান্ত ফর্মে আছে দল। ফাইনালেও সেই ছন্দ ধরে রাখার লক্ষ্য তাদের।

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের মাঠে শিরোপা হাতছাড়া করেছে ভারত। এক বছরেরও কম সময়ে আরও একটি ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। এবারও কি তীরে এসে তরী ডুববে ভারতের।

দুর্দান্ত ব্যাটিং করছেন রোহিত-সূর্যকুমার। বোলিংয়ে বুমরাহ-আর্শদ্বিপের সাথে রসায়নটা দারুণ জমিয়েছে অক্ষর প্যাটেল ও কুলদ্বীপ। আহমেদাবাদে না হলেও বাবাডোসে শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছে টিম ইন্ডিয়া।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি