ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এশিয়া কাপ খেলতে দুপুরে শ্রীলঙ্কা যাচ্ছে জ্যোতির দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৬ জুলাই ২০২৪ | আপডেট: ০৮:৫৮, ১৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

এশিয়া কাপে অংশ নিতে দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টটির সেমিফাইনালের প্রতিই নজর টাইগ্রেস অধিনায়ক জ্যোতির। 

আগামী কয়েক মাস অনেক ব্যস্ততায় কাটবে বাংলাদেশ নারী দলের। বিশেষত আইসিসির মেগা টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে বাংলাদেশের মাটিতে। আয়োজক দেশটির প্রতি প্রত্যাশার পারদও বেশি। 

এরআগে অবশ্য প্রস্তুতি মঞ্চ হিসেবে নিগার সুলতানা জ্যোতির সামনে রয়েছে এশিয়া কাপ আসর। দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও টুর্নামেন্টটির সেমিফাইনালের প্রতিই নজর টাইগ্রেস অধিনায়ক জ্যোতির। 

জ্যোতি বলেন, ‘এশিয়া কাপ আমাদের মেয়েদের ক্রিকেটের জন্য অন্যরকম একটা আবেগের জায়গা। ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে কিন্তু বড় রেভ্যুলেশন (বিপ্লব) হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ, বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া যাবে এশিয়া কাপের মাধ্যমে।’ 

বাংলাদেশ অধিনায়ক, ‘শেষ দুটি সিরিজ খারাপ গেছে, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এরপর আমাদের একটা লম্বা বিরতি গেল, আমরা এ সময়ে ঘরোয়া ক্রিকেট খেলেছি। সেখানে যারা ভালো করেছে, তাদের আমরা দলে এনেছি। সর্বশেষ ক্যাম্পেও দেখলাম সবাই ভালো ছন্দে আছে। আমরা এখন ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছি।’

শ্রীলঙ্কার মাটিতে ১৯ জুলাই পর্দা উঠছে নারী এশিয়া কাপের। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। 

বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

বাংলাদেশের ১৫ সদস্যের দল

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইসমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি