ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোনো অপূর্ণতাই আর থাকলো না জকোভিচের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ৫ আগস্ট ২০২৪

ক্যারিয়ারে অপূর্ণতা বলতে একটাই ছিল, সেটিও ঘুচিয়ে ফেললেন টেনিস আইকন নোভাক জকোভিচ। প্যারিস অলিম্পিকের ছেলেদের একক ইভেন্টে স্বর্ণ জিতলেন এই সার্বিয়ান তারকা।

চলতি বছরটা কোনোভাবেই ভালো কাটছিল না জকোভিচের। অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকে খালি হাতে ফিরতে হয় রেকর্ড ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকাকে। 

এরপর উইম্বলডনের ফাইনালে হেরে যান আলকারাসের কাছে। অলিম্পিকের ফাইনালে আবারও আলকারাসই তার বাধা হয়ে দাঁড়ান। তবে, সেই বাধা টপকে ঠিকই স্বর্ণপদকে নিজের নামটা লিখে ফেলেন জকোভিচ। 

প্রতিপক্ষকে হারিয়েছেন ৭-৬, ৭-৬ গেমে। অলিম্পিকে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো পেলেন এই স্বাদ। সেই সঙ্গে কাটালো অপূর্ণতাও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি