ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভ্যালেন্সিয়াকে হারিয়ে মৌসুম শুরু বার্সেলোনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৪, ১৮ আগস্ট ২০২৪

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের হাত ধরে নতুন মৌসুমে লা লিগায় শুরুটা দারুণ হলো কাতালান ক্লাবটিন। 

শনিবার ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে প্রতিপক্ষ দুর্গে গোল পেতে বেগ পেতে হয়েছে বার্সাকে। বার্সা অধ্যায়ের প্রথম আনুষ্ঠানিক ম্যাচে নিজের সব তারকাকে পাননি ফ্লিক। চোটের কারণে মাঠের বাইরে আছেন ইলকাই গুন্দোয়ান, গাভি, ফ্রেংকি ডি ইয়ং ও রোনাল্দ আরাউহো।

ঘরের মাঠে ৪৪ মিনিটে দুরুর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। লোপেসের ক্রসে ছয় গজ বক্সে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড হুগো দুরো। 

তবে, প্রথমার্ধের যোগ করা সময়ে লেভারডোভস্কির গোলে সমতায় থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বাঁ পাশ থেকে আলেহান্দ্রো বাল্দের ক্রসে ভলিতে বল বাড়ান লামিনে ইয়ামাল। সেটি স্লাইড করে  বল জালে জড়ান পোলিশ তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ৩৫ বছর বয়সী তারকা লেভানডোভস্কি। ভ্যালেন্সিয়ার বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। এই স্পট-কিকে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন পোল্যান্ড স্ট্রাইকার।

শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুমের পর শাভি এর্নান্দেসের জায়গায় বার্সেলোনার কোচের দায়িত্ব দেয়া হয় ফ্লিককে। চোটে জর্জরিত দল নিয়ে জার্মান কোচের হাত ধরে শুরুটা দারুণ হলো কাতালানদের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি