ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইলকায় গ্যুন্দোয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২১ আগস্ট ২০২৪ | আপডেট: ০৮:৩৪, ২১ আগস্ট ২০২৪

জার্মানির হয়ে ৮২টি ম্যাচ খেলা ইলকায় গ্যুন্দোয়ান আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না৷ ইউরো ২০২৪-এ জার্মানির অধিনায়ক ছিলেন ৩৩ বছর বয়সি এ ফুটবলার৷

সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ইলকায় গ্যুন্দোয়ান৷ ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘‘কয়েক সপ্তাহের ভাবনাচিন্তার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানার সময় এসেছে৷''

ফিরে দেখা ৮২টি ম্যাচ

২০১১ সালের অক্টোবরে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমবার জার্মান জাতীয় দলের হয়ে খেলেন গ্যুন্দোয়ান৷ তবে ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিশ্বকাপ জেতা দলে খেলতে পারেননি৷

নিজের সুদীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার দেশের হয়ে খেলা ৮২টি ম্যাচের দিকে আমি গর্বের সাথে ফিরে তাকাই৷ এমন একটা সংখ্যার কথা ২০১১ সালে জার্মানির হয়ে প্রথমবার খেলার সময় আমি ভাবতেই পারিনি৷''

জার্মানিকে ইউরো ২০২৪-এ নেতৃত্ব দেওয়া ‘বিরাট সম্মান' ছিল বলেও জানান তিনি৷

গ্যুন্দোয়ান লেখেন, ‘‘এত বছর পর, আমরা আবার দেশকে গর্বিত করতে পেরেছি৷ আমি খুবই আনন্দিত যে, এতে আমারও কিছু ভূমিকা ছিল৷''

গ্যুন্দোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি বলেছে, ‘‘দলের সদস্য ও অধিনায়ক হিসেবে তোমাকে আমরা মিস করবো৷ আমাদের বন্ধুর মতো দলে সব সময় একটি বিশেষ, নিশ্চিত স্থান ছিল তোমার৷ সবকিছুর জন্য ধন্যবাদ, ইলি!''

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে দেখা যাবে গ্যুন্দোয়ানকে৷ শোনা যাচ্ছে, এই গ্রীষ্মেই তিনি হয়তো এফসি বার্সেলোনা ছাড়তে পারেন৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি