ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৭ আগস্ট ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

এ বছর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ থেকে সংযুক্ত আমিরাতে নিয়ে যায় ২০ ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপকে। 

বিশ্বকাপের শুরু ও শেষের তারিখ আছে আগের মতোই। শুরু হবে ৩ অক্টোবর আর ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে শেষ হবে ২০ অক্টোবর।

তবে, কিছু ম্যাচের দিন-তারিখ অদল-বদল হয়েছে। আগের সূচিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল ৯ অক্টোবরে, সেটি এখন হবে ১০ অক্টোবর। 

মূলত কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে সেটিই ঠিক করেছে আইসিসি। বিশ্বকাপের ২৩টি ম্যাচ হবে দুবাই ও শারজাহ এই দুই শহরে। বাংলাদেশ সময় বিকাল ৪টা ও রাত ৮টায় শুরু হবে ম্যাচ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি