ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিসিবি’র গুরুত্বপূর্ণ সভা কাল, হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২৮ আগস্ট ২০২৪ | আপডেট: ১০:১১, ২৮ আগস্ট ২০২৪

আগামীকা বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় অমিমাংসিত থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।

একটি হত্যাকান্ডের মামলার আইনি নোটিশের প্রেক্ষিতে জাতীয় দল থেকে সাকিব আল হাসানকে বহিষ্কারের আলোচনা সামনে এসেছে। 

গণমাধ্যমে আকরাম বলেছেন, ‘সভাপতি বলেছিলেন প্রথম টেস্টের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আমি যতদূর জানি আমরা এখনও কোন আইনি নোটিশ পাইনি। এমন কিছু হলে পরে আমরা সিদ্ধান্ত নিবো।’

বোর্ডের সর্বশেষ সভায় নতুন দুইজন বাদে বাকি ৮ জন পরিচালকই উপস্থিত ছিলেন। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালক পদে রয়েছেন আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের রাজনীতির সাথে বেশ কয়েকজন পরিচালক জড়িত আছেন এবং এখনও তাদের দেখা যায়নি। 

সংবিধান অনুযায়ী কোন পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়ে যাবে। বৃহস্পতিবারের সভার পরও পরিচালক থাকবেন তারা। কিন্তু এরপরের সভায়ও অনুপস্থিত থাকলে পদগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য হতে পারে। 

জানা গেছে, বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বে থাকা কমিটিগুলো বর্তমান পরিচালকদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।

প্রথমে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস। বৃহস্পতিবারের সভার পর নতুন ক্রিকেট অপারেশন্স প্রধানকে দেখা যেতে পারে।

সভায় সবচেয়ে সবচেয়ে বড় ইস্যু হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি