ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় টেস্ট স্কোয়াডে বড় পরিবর্তন আনলো পিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৯ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের পরাজয়ের পর দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দলে বড় ধরনের পরিবর্তন আনলো পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। 

প্রথম টেস্টে আবরার আহমেদ ও কামরান গুলামকে রিলিজ দিয়েছিল। এই দুই ক্রিকেটারকে ফিরিয়ে এনেছে পিসিবি। 

এছাড়া ফিটনেসে মনোযোগের জন্য পেসার আমের জামালকেও দলের বাইরে রাখা হয়েছিল।  তাকেও দলভুক্ত করেছে পাকিস্তান। 

তাছাড়া দ্বিতীয় টেস্টে খেলার কথা ছিল না পাকিস্তানের এক নম্বর পেসার শাহিন শাহ আফ্রিদীর। সিরিজ বাঁচাতে তাকেও রেখে দিয়েছে স্কোয়াডে। 

আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার চলমান সিরিজের দ্বিতীয় টেস্ট। 
প্রথম টেস্ট হারের পর এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া শান মাসুদের দল। পিচ তৈরি করার দিকে মনোযোগ দিয়েছে পিন্ডি স্টেডিয়ামের কিউরেটর।

সিরিজের প্রথম ম্যাচে কোনো স্পিনার ছাড়াই চার পেসার নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। তার ফল খুব একটা ভাল হয়নি পাকিস্তানের জন্য। ব্যাপক সমালোচনার মুখে স্কোয়াডে ফেরানো হয়েছে লেগস্পিনার আবরার আহমেদকে। স্পিনিং অলরাউন্ডার কামরান গুলামও আছেন দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি