ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

জয় থেকে ১২ রান দূরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৩ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৫:১৯, ৩ সেপ্টেম্বর ২০২৪

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে আর মাত্র ১২ রান করতে হবে সফরকারী বাংলাদেশের। হাতে রয়েছে ৬ উইকেট।

জয়ের জন্য পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৮৫ রানের টার্গেটে পঞ্চম দিনে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করেছে ১৭৩ রান।

মুশফিকুর রহিম ১৭ এবং সাকিব আল হাসান ১৪ রানে ব্যাট করছেন।

এর আগে ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ৩১ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন।

পঞ্চম দিনে খেলতে নেমে আজ ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের পেসার মির হামজার বলে বোল্ড হন জাকির। ৩৯ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। দলীয় ৫৮ রানে জাকির ফেরার পর হামজার বলে ব্যক্তিগত ১৭ রানে স্লিপে সালমান আঘাকে ক্যাচ দিয়ে বেঁচে যান সাদমান। জীবন পেয়ে বেশি দূর যেতে পারেননি তিনি। 

আরেক পেসার খুররম শাহজাদের বলে মিড অনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ক্যাচ দেন ২টি চারে ২৪ রান করা সাদমান।

৭০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার পরিকল্পনায় সফল হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভালোভাবে প্রথম সেশনের খেলা শেষ করেন তারা। দিনের প্রথম সেশনে ২৭ ওভারে ২ উইকেটে ৮০ রান যোগ করেছে টাইগাররা।

চার বাউন্ডারিতে শান্ত ৩৩ এবং দুই বাউন্ডারিতে মোমিনুল ২০ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান। বিরতি থেকে ফিরে শান্ত ৩৮ এবং মোমিনুল ৩৪ রান করে ফিরে যান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি