ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৩ বছর পর কাউন্টিতে নেমে ৪ উইকেট সাকিবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে নেমে ৪ উইকেট পেলেন সাকিব আল হাসান।

কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরি। তবে, শুরুটা ভালো করতে পারেনি। 

সারের ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিয়সের প্রথম ওভারেই সমারসেট ওপেনার লুইস গোল্ডসওর্দিকে তুলে নেন। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনে ৩৩ ওভার ৫ বল বোলিং করে ৯৭ রানে ৪ উইকেট পেয়েছেন সাকিব। 

নিজের প্রথম স্পেলে করেছেন টানা ১০ ওভার। পরবর্তী স্পেলে করেছেন টানা ১৮ ওভার। এ দুই স্পেল মিলিয়ে ২৮ ওভারে ৭ মেডেন নিয়ে ৭৯ রানে টম অ্যাবেলের (৪৯) উইকেটটি নেন সাকিব। সাকিব নিজের তৃতীয় স্পেলে ফিরেছেন সমারসেটের ইনিংসে ৮৬তম ওভারে। এই স্পেলে ৫.৫ ওভার বোলিং করে বাকি ৩টি উইকেট নেন বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।

৯৫ ওভার ৫ বলে সমারসেট নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়ার পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি