ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪

কোপা আমেরিকার ফাইনাল হারের প্রতিশোধ তুললো কলম্বিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কলম্পিয়ার মাঠে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে ১২ ম্যাচ পর হারের স্বাদ পেলো আলবিসেলেস্তেরা। 

প্রতিপক্ষে মাঠে পুরো ম্যাচেই ছন্দহীন ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সুযোগে ম্যাচের ২৫ মিনিটেই গোল পেয়ে যায় কলম্বিয়া। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোলটি শোধ দেয় আর্জেন্টিনা। ৪৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন নিকোলাস গঞ্জালেস। তবে ১২ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় কলম্বিয়া।

নিজেদের ডি বক্সে ভুল করে বসে স্কালোনির শিষ্যরা। পেনাল্টি থেকে গোল করেন হামেস রুদ্রিগেজ। 

বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর আনন্দে ভাসছিল কলম্বিয়ার দল। গ্যালারিতেও কলম্বিয়ার সমর্থকদেরও সেকি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।

তবে ১৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে আলভারেজ-মার্টিনেজরা।

প্রসঙ্গত, গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই হারে ২৮ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল কলম্বিয়ার। দুই মাসেরও কম সময় পর সেই হারের প্রতিশোধ নিলো কলম্বিয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি