ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান আরো মজবুত করলো বার্সেলোনা। জেতাফেতে ১-০ গোলে হারিয়েছে হানসি ফ্লিকের শিষ্যরা।

নিজ মাঠে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল কাতলান ক্লাবটির। প্রায় ৮০ শতাংশ বল নিজেদের আয়ত্তে রাখলেও গোলমুখে শট করেছে মাত্র ৪টি।

ম্যাচের একমাত্র গোলটি অবশ্য তারা পেয়ে যায় ১৯ মিনিটে। জুলস কুন্ডের অ্যাসিস্ট থেকে গোলটি করেন রবার্ট লেভাদোভস্কি। লিগে বর্তমান মৌসুমে এটি তার ৭তম গোল। 

বিরতির পরও একই ছন্দে খেলে বার্সেলোনা। ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল জিরোনাও। তবে ফিলিশিংয়ের দুর্বলতায় কাঙ্খিত গোল আর পায়নি তারা। 

লা লিগায় ৭ ম্যাচে শতভাগ জয় পেলো বার্সেলোনা। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফ্লিকের দল। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থানা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি