ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেষ মুহূর্তে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। 

অ্যাথলেটিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া হয়ে আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। 

তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৬৪ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। 

এই লিড ধরে রেখে জয়ের যখন ধারপ্রান্তে ঠিক তখনই যোগকরা সময়ে মিলিতায়ের গোলে ১-১ এ সমতা আনে অ্যাথলেটিকো মাদ্রিদ। 

তবে শুরুতে গোল দেননি রেফারি। তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান তিনি। হ্যান্ডবল হয়নি, অফসাইডেও ছিলেন না কোররেয়া। 

ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

স্প্যানিশ লা লিগায় এই ম্যাচের পর ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেতিকো। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি