মেসি ফেরায়ও জিততে পারেনি আর্জেন্টিনা
প্রকাশিত : ০৯:৪২, ১১ অক্টোবর ২০২৪
বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্জেন্টিনা। মাতুরিনে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তনেও দল জিততে পারেনি।
অঝোর বৃষ্টি আর জমে থাকা পানিতে ১-১ গোলে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রতিকূল পরিবেশে খেলার স্বাভাবিক ছন্দ মেলেনি। তারপরও ওতামেন্দির গোলে শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তবে সে লিড তারা ধরে রাখতে পারেনি।
বিরতির পর সলোমোনের গোলে ১-১ সমতা এনে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করে ভেনেজুয়েলা। এরফলে টানা দুই ম্যাচে জয় বঞ্চিত রইল বিশ্বচ্যাম্পিয়নরা।
তারপরও ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে স্কালোনির শিষ্যরা। সমান ম্যাচে ভেনেজুয়েলার সংগ্রহ ১১ পয়েন্ট।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা আমার জন্য দীর্ঘ সময় ছিল। আমি ফিরতে পেরে খুশি। এখন আমরা এগিয়ে যেতে চাই এবং পরের ম্যাচে ভক্তদের সমর্থন চাই।’
অপর ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল।
এএইচ