ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২১ অক্টোবর ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। 

দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন লরা উলভার্ট টসে জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউইদের। 

দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে সুজি বেটসের ৩২, এমিলিয়া কেরের ৪৩ ও ব্রুক হ্যালিডের ৩৮ রানের উপর ভর করে ২০ ওভার শেষে ১৫৮ রানের বড় পুজি গড়ে নিউজিল্যান্ড।

ফাইনালে ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২৬ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। অধিনায়ক লরা উলভার্ট করেন সর্বোচ্চ ৩৩ রান। কিউইদের হয়ে রোজম্যারি মায়ের ও এমিলিয়া কের নেন ৩টি করে উইকেট।

ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুন্যে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন লাস্যময়ী কিউই অলরাউন্ডার এমিলিয়া কের। 

২০০৯ ও ২০১০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার ফাইনালে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি