ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৪ | আপডেট: ২১:৩১, ২৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। 

বৃহস্পতিবার রাতে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা।

গত সেপ্টেম্বরের পর কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। ম্যাচ না খেলেই এক ধাপ উন্নতি হয়েছে তাদের। ৮৯৬ দশমিক ৭১ পয়েন্ট নিয়ে ১৮৫তম স্থানে আছে বাংলাদেশ।   

৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও পরের ম্যাচে একই ব্যবধানে হেরে যায় তারা।

ওই দুই ম্যাচের পর দুই ধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ। দেড় মাস পর ফিফা হালনাগাদ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে আছে ফ্রান্স। তৃতীয়স্থানে আছে স্পেন।

চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথঠক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি