ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

রিয়ালের জালে বার্সার ৪ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২৭ অক্টোবর ২০২৪

ব্যর্থ কিলিয়ান এমবাপ্পে, নিষ্প্রভ ভিনিসিয়ুস জুনিয়ার। ধারহীন জুড বেলিংহাম। ফলে বছরের প্রথম এল ক্লাসিকোতে ঘরের মাঠে পাত্তাই পেলো না রিয়াল মাদ্রিদ। লেভানদভস্কি, ইয়ামাল, রাফিনিয়াদের উজ্জ্বল পারফরম্যান্সে রিয়ালের জালে এক হালি গোল দিয়েছে বার্সেলোনা। 

নিজ মাঠে একটিবারের জন্যও সমর্থকদের আনন্দের উপলক্ষ্য এনে দিতে পারেনি লস ব্লাঙ্কোরা। কিলিয়ান এমবাপে যেমন গোল পাননি। তেমনি সহজ সুযোগ ছেড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সান্তিয়াগো বার্নাব্যু, মাঠ রিয়ালের তবে জিতলো বার্সেলোনা। শুরুতে দু’দলের লড়াই ছিলো সমানে সমান। ক্যারিয়ারের প্রথম এল ক্লাসিকো রাঙানোর সুযোগ বারবার আসলেও কাজে লাগাতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্র-তে।

স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে ৫৪তম মিনিটে লিড নেয় বার্সেলোনা। গোলটি করেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। এর দুই মিনিট পর আবারও লেভা ম্যাজিক। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার ২-০ গোলে লিড। মিলতাও এবং রুদিগারের দুজনেই পোলিশ স্ট্রাইকারকে রেখেছেন আনমার্কড। নিখুঁত প্লেসমেন্টের সেই হেড আটকাবার উপায় ছিল না রিয়াল গোলরক্ষক লুনিনের (২-০)। 

৭৭তম মিনিটে স্কোরশিটে নাম তুলে রেকর্ডের পাতায় জায়গা করে নেন লামিনে ইয়ামাল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় গোলের কীর্তিও গড়েন তিনি। এরপরই গোটা বার্নাব্যুতে নেমে আসে হতাশা।

৮৪তম মিনিটে রিয়ালের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন রাফিনিয়া। ইনিগো মার্তিনেসের পাস থেকে গোলটি কেরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই উড়িয়ে লা লিগার টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করলো হান্সি ফ্লিকের দল।

এর আগে রিয়াল মাদ্রিদ টানা চার এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়েছিল। তবে শনিবার লা লিগায় টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছোঁয়ার হাতছানি নিয়ে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে এবারের আসরের পয়েন্ট তালিকার নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি