ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

তাইজুলের বোলিংয়ে স্বস্তির সেশন বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৩০ অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের কোন সেশনই ভালো কাটেনি বাংলাদেশের। তবে আজ স্পিনার তাইজুল ইসলামের বোলিং নৈপুন্যে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা স্বস্তিতেই কেটেছে টাইগারদের। 

এই সেশনে ১০৬ রানে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট শিকার করেছে বাংলাদেশ। সবগুলো উইকেটই নিয়েছেন তাইজুল।

৫ উইকেটে ৪১৩ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। জর্জি ১৭৭ ও ট্রিস্টান স্টাবস ১০৬ রানে আউট হন।    

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। স্টাবস ১০৬ রানে আউট হলেও ১৪১ রানে অপরাজিত ছিলেন জর্জি। অন্যপ্রান্তে ১৮ রানে দিন শেষ করেন ডেভিড বেডিংহাম।

দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। এসময় ১৫ ওভারে ৫৯ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। ব্যাটার জর্জি ১৫০ ও বেডিংহাম তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে উইকেটে পুরোপুরিভাবে সেট হয়ে যান।

দিনের ১৮তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম। ২টি চার ও ৪টি ছক্কায় ৭৮ বলে ৫৯ রান করা বেডিংহামকে বোল্ড করেন তাইজুল। তৃতীয় উইকেটে ১৪৮ বলে ১১৬ রানের জুটি গড়েন জর্জি ও বেডিংহাম।

বেডিংহাম ফেরার পর সাজঘরের পথ ধরেন জর্জিও। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। ১২টি চার ও ৪টি ছক্কায় ২৬৯ বলে ১৭৭ রান করেন জর্জি।

জর্জির পর ক্রিজে আসেন মিরপুর টেস্টের একমাত্র সেঞ্চুরিয়ান দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেনি। মাত্র ৩ বল খেলে তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে খালি হাতে বিদায় নেন ভেরেনি। এর মাধ্যমে পঞ্চম উইকেট পূর্ণ করেন তাইজুল। ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৪তমবার পাঁচ উইকেট পূর্ণ করলেন তাইজুল। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল।

তাইজুলের ঘূর্ণিতে ৩৮৬ থেকে ৩৯১ রানে পৌঁছাতে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে প্রোটিয়াদের উইকেট পতন ঠেকান রায়ান রিকেলটন ও ওয়াইন মুল্ডার। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেছেন তারা। রিকেলটন ১১ ও মুল্ডার ১২ রানে অপরাজিত আছেন।

এ পর্যন্ত ৪৩ ওভার বল করে ১৫২ রানে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি