সাফ জয়ী নারী ফুটবলারদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির
প্রকাশিত : ১৫:৩৬, ৩১ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৫:৪৫, ৩১ অক্টোবর ২০২৪
নেপালের মাটিতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ জয়ী ওই দলকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।
তবে পুরস্কারের অর্থের পরিমাণ নিশ্চিত করেননি তিনি। ২০২২ সালে প্রথমবার সাফ জেতার পর ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি।
বিসিবি সভাপতি জানান, বোর্ডের সামর্থ্য বিবেচনা করে বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে কথা বলে সাফ জয়ী নারী ফুটবলারদের ভালো পুরস্কার দেওয়ার চেষ্টা করবেন। নারী ফুটবলাররা টানা দু’বার শিরোপা জেতায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘বিসিবি থেকে সাফ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করা হবে। খুব খুশি, পরপর দু’বার তারা শিরোপা জিতেছে। আমরা গর্বিত। অন্য পরিচালকদের সঙ্গে কথা বলে ভালো একটা এমাউন্ট (অর্থের পরিমাণ) দেওয়ার চেষ্টা করবো।’
প্রসঙ্গত ২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ছিল সাবিনারা। এই অর্জনের পর সাবিনা খাতুনদের অর্ধকোটি টাকা উপহার দেয় বিসিবি।
এএইচ