ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোচের সঙ্গে বিতণ্ডা, মার্সেলোকে তাড়িয়ে দিলো শৈশবের ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:২৫, ৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ও ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলোর চুক্তি  বাতিল করেছে তার শৈশবের ক্লাব ফ্লুমিনেন্স। চুক্তির মেয়াদ ফুরানোর দুই মাস আগেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

ক্লাবটি গতকাল এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছে, ‘ফ্লুমিনেন্স ও মার্সেলো ভিয়েরা চুক্তি বাতিল করার ব্যাপারে একমত হয়েছে।’ 

জানা গেছে, গত পরশু ক্লাবটির কোচ মানো মেনেজেসের সঙ্গে কথা কাটাকাটি হয় মার্সেলোর। ব্রাজিলিয়ান ‘সিরি আ’তে গ্রেমিও’র বিপক্ষে ফ্লুমিনেন্সের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামতে সাইডলাইনে দাঁড়িয়ে ছিলেন মার্সেলো। কাঁধে হাত রেখে তখন তার (মার্সেলো) পাশে দাঁড়ান ফ্লুমিনেন্স কোচ মেনেজেস।

মাঠে নামার আগমুহূর্তেই মেনেজেসকে উদ্দেশ্য করে মার্সেলোকে কিছু একটা বলতে দেখা যায়। সে কথা শুনেই মেজাজ খারাপ হয় ফ্লুমিনেন্স কোচের। কথা কাটাকাটির এক পর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরান মেনেজেস। মার্সেলো তখন বেঞ্চের দিকে এগিয়ে যান।

তবে ক্লাব কর্তৃপক্ষ মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিলের জন্য কোনো কারণ উল্লেখ করেনি।

এদিকে মার্সেলোর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে গ্রেমিও ম্যাচশেষে মানেজেস বলেছিলেন, ‘তখন আমি মার্সেলোকে নামাতে চাচ্ছিলাম। তবে এমন কিছু শুনেছি, যেটা আমার পছন্দ হয়নি। ফলে নিজের সিদ্ধান্ত বদলে ফেলি।’

প্রসঙ্গত, ২০০৫ ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় মার্সেলোর। এর আগে ক্লাবটির বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। তবে তার ক্যারিয়ারের সেরা সময় কেটেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদে। এই ক্লাবে ১৫ বছরে ২৫ ট্রফি জেতেন ব্রাজিলের এই ডিফেন্ডার। রিয়াল থেকে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস হয়ে ২০২৩ সালে আবার তিনি ফেরেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। যদিও শৈশবের ক্লাবে তার শেষটা সুখকর হলো না।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি