ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিপিএলে দর্শকদের জন্য যেসব উদ্যোগ নিয়েছে বিসিবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৬ নভেম্বর ২০২৪

প্যারিস অলিম্পিকের পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে আরো আকর্ষণীয় করতে প্রধান উপদেষ্টা যুক্ত থাকবেন এমনটি আগেই জানিয়েছিল বিসিবি।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তবে এখন থেকেই বিপিএল দামামা বাজছে। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরে দর্শকদের জন্যও নানা উদ্যোগ থাকছে। মূলত দর্শকদের ভোগান্তি কমাতে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। 

বুধবার (৬ নভেম্বর) বিপিএলের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে দর্শকদের নিয়ে নানান ভাবনার কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তার ভাষ্য, আমি চাইবো একজন দর্শক মাঠে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত কোনো হেনস্থার শিকার না হয়। খাবারের দাম যেমন হওয়া উচিত, তেমন যেন হয়। ওয়াশরুম ব্যবহার থেকে শুরু করে পানি পান.. এমনও হতে পারে পানির জন্য কোনো টাকাও দিতে হবে না।

বিসিবির এই পরিচালক বলেন, টিভিতেও যারা খেলা দেখবে, তারা যেন ভালো কিছু দেখতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। আমি বলছি না এক আসরেই টুর্নামেন্ট ওয়ার্ল্ডক্লাস হয়ে যাবে। কিন্তু আগের আসরের চেয়ে ভালো হবে। সামনের বছরগুলোতে আরো ভালো হবে বিপিএলের মান। এবারের বিপিএলে ই-টিকিটের প্রাধান্য থাকবে বেশি, ৮০-৮৫ শতাংশ।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি