অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট
প্রকাশিত : ০৮:৫১, ২৩ নভেম্বর ২০২৪
নম্বইয়ের ঘরে মাইকেল লুস ও অলিক আথানাজেকে ফিরিয়ে অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়ে ২৫ রানের মধ্যেই দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।
কেভিম হড্জকে নিয়ে এই ধাক্কা সামাল দেন ওপেনার লুস। রান আউটে হড্জ ফিরলে ভাঙে তাদের ৫৯ রানের জুটি।
প্রথম দিনে টাইগারদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে অলিক আথানাজে ও মাইকেল লুস জুটি। দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। ধীরে ধীরে গড়তে থাকে রান পাহার।
তবে, নার্ভাস নাইনটি ফেরেন দুজনই। ৯৭ রানে মিরাজের শিকার হন লুস। ৯০ রান করা আথানাজেকে আউট করে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম।
এর আগে টস জিতে বোলিংয়ে নেমে মেডেন ওভারে শুরুটা ভালো করেন হাসান মাহমুদ। অন্যপ্রান্তে আরেক পেসার শরিফুল ইসলামও মেডেন ওভার নেন। উইকেটের দেখা না পেলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কার্লোস ব্রাথওয়েট ও লুইসকে বেশ কয়েকবার পরাস্ত করেন বাংলাদেশের দুই পেসার।
ইনিংসের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আনা হয় তাসকিন আহমেদকে। এই পেসারই প্রথম ব্রেকথ্রু দেন দলকে। ১৪তম ওভারে তাসকিনের অফ স্টাম্পে পড়ে একটু ভেতরে ঢোকা ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন ব্রাথওয়েট। তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে পায়ে।
তিনে নেমে টিকতে পারেননি কেসি কার্টি। ডানহাতি ব্যাটারকেও ফিরিয়েছেন তাসকিন। উইকেটে আসার পর থেকেই তাড়াহুড়ো করছিলেন তিনি। তাসকিনের মিডল এবং লেগ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় লিডিং এজ হয়ে মিড অনে থাকা তাইজুল ইসলামকে ক্যাচ দিয়েছেন কার্টি।
এএইচ