ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৭ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:১৩, ২৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু এই সফর। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী দল।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ওয়ানডে সিরিজ সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ড আামাদের নীচে আছে। তাই তাদের বিপক্ষে আমরা আধিপত্য বিস্তার করে খেলতে চাই। আমরা যদি তাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারি, তাহলে আমরা বড়-বড় দলের বিপক্ষে কিভাবে লড়াই করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা কোন প্রতিপক্ষকেই হালকাভাবে নিচ্ছি না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি, তাই সুবিধা পাবার আশা করছি।’

সম্প্রতি ভালো পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ নারী দল। চলতি বছর মাত্র ১টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। গত মার্চে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো জ্যোতিরা। এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ফরম্যাটেও খুব বেশি সাফল্য পায়নি তারা।

জ্যোতি জানান অস্ট্রেলিয়া ছাড়া সব প্রতিপক্ষের বিপক্ষেই বাংলাদেশের পারফরমেন্স ভালো। তিনি বলেন, ‘আপনি যদি সাম্প্রতিক সিরিজগুলো লক্ষ্য করেন, তাহলে অস্ট্রেলিয়া ছাড়া বাকীদের বিপক্ষে আমরা ভাল পারফর্ম করেছি। আশা করি আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো খেলতে পারবো। এই সিরিজে ৬ পয়েন্ট নিশ্চিত করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা জ্যোতি(অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

আয়ারল্যান্ড একাদশ

সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লিয়া পল, উনা রেমন্ড-হয়ে, আর্লিন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও এইমি মাগুইরে।   

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি