ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে সাকিব? 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ১ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন ও ওই দল থেকে সংসদ সদস্য হওয়ায় সাকিব আল হাসানকে নিয়ে নানা ইস্যু তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়েও আছে সংশয়। এমন অবস্থার মধ্যেও ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিবের।  তবে শেষ পর্যন্ত তেমন কিছু হচ্ছে না বলেই খবর। আফগানিস্তানের পর টাইগার এই অলরাউন্ডারের খেলা হচ্ছে না ক্যারিবিয়ান সিরিজেও। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলবেন কি না সেই বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

আজ রোববার (১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব প্রসঙ্গে কথা বললেন তিনি। 

সাকিব না থাকলে বিপিএলের গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সঙ্গে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক জানালেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

তিনি আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের হয়ে খেলা এক কথা নয়। প্রস্তুতি পর্ব হয়, দলের সঙ্গে মানিয়ে নেওয়া দরকার হয় খুব বেশি। এটা যেহেতু করতে পারছে না, তাই আমার মনে হয়, সে এখন দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা তার ওপরেই ছেড়ে দিয়েছি যে, সে কী চিন্তা করছে।’

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি