ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেশের নারী আম্পায়াররা গড়লেন নতুন ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৪, ৯ ডিসেম্বর ২০২৪

ওয়ানডে সিরিজে দারুণ এক জয় পেলেও টি-টোয়েন্টিতে নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে আয়ারল্যান্ড সিরিজ শেষ করল বাংলাদেশের নারী দল। ৩-০ ব্যবধানেই সিরিজ হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতির দলকে। যদিও মাইলফলকের এই সিরিজ হিসেবে আইরিশদের এই সফরকে মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট। 

প্রথমবারের মতো বাংলাদেশ নারী ক্রিকেটে ছিল স্পন্সরের দেখা। সেই হিসেবে বিশেষ এক দিকই বলে দেয়া যায় এই সিরিজকে। তবে সিরিজের একেবারে শেষ ম্যাচে এসে নারী আম্পায়াররা করলেন নতুন ইতিহাস। বাংলাদেশের মাটিতে প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের পুরোটা জুড়ে ছিলেন নারী আম্পায়াররা। 

সিলেটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারি ছিলেন সুপ্রিয়া রানী দাস। আর মাঠের আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথিরা জাকের জেসি, রোকেয়া সুলতানা মিশু, ডলি রানি সরকার এবং সুজান রেডফার্ন। দেশের ইতিহাসে ৪ আম্পায়ার ও ১ ম্যাচ রেফারি নারী– এমন ঘটনা এবারই প্রথম। 

অবশ্য দেশের আম্পায়াররা যে ম্যাচে ইতিহাস গড়েছেন, সেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে বাজেভাবে। আইরিশ নারীদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারে নতুন লজ্জা দেখেছে বাংলাদেশের নারী দল। এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা।

এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি