ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হারিয়ে যাচ্ছেন মেসি-রোনালদো, নেই বর্ষসেরা একাদশে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১০ ডিসেম্বর ২০২৪

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। এই দুই ফুটবলার বয়স হলেও এখনো ফুটবল দুনিয়া মাতিয়ে রাখলেও দিন দিন তাদের জায়গা দখল করে নিচ্ছে তরুণ ফুটবলাররা। কদিন আগে, ফিফপ্রোর ২০২৪ সালের একাদশের জন্য ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এ দুই তারকা। তবে, এবারের ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে জায়গা হলো না ফুটবলের এই দুই কিংবদন্তির। আর এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর এবার সেই বর্ষসেরা একাদশে জায়গা করতে পারলেন না  আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। 

ফিফপ্রো তাদের ওয়েবসাইটে সোমবার (৯ ডিসেম্বর) বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে বর্ষসেরা একাদশে আধিপত্য রিয়াল মাদ্রিদের। ক্লাবটির ৬ এই তালিকায় জায়গা করে নিয়েছেন।  ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন ফুটবলার। আর লিভারপুল থেকে রয়েছে একজন।

ফিফপ্রো'র বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দানি কারভাহাল, অ্যান্টোনিও রুডিগার, এডারসন ও রদ্রি। আক্রমণে রয়েছেন এমবাপ্পে, হলান্ড এবং ভিনিসিউস। গত জুলাইয়ে ফুটবলকে বিদায় জানানো জার্মান মিডফিল্ডার টনি ক্রুজও একাদশে জায়গা করে নিয়েছেন।

৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ জনের ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ফিফপ্রো বর্ষসেরা একাদশ
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি