ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বিপিএলে কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ চান তামিম ইকবাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার ‘নতুন বিপিএল’, কথাটা গত কয়েকদিনে ঘুরেফিরে অনেকবারই শোনা গেছে বিসিবি কর্মকর্তাদের মুখে। এর জন্য কিছু আয়োজনও তারা করেছেন। বিপিএলের গ্রাফিতি ও নতুন করে করা হয়েছে থিম সং। বিসিবির সবচেয়ে বড় আয়োজন ছিল তিন শহরে কনসার্ট করা।

তবে, বিপিএলেও নতুন কিছু করার চেষ্টা করা হলেও তা সফল হয়েছে কি না, সেই প্রশ্ন উঠেছে। বিপিএলের অধিনায়ক তামিম ইকবালের মতে, বিসিবি কনসার্টে বেশি মনোযোগ দিলেও ক্রিকেটের উন্নয়নে তেমন কিছু করেনি।

এবারের বিপিএলে তিনটি শহরে বড় ধরনের কনসার্ট আয়োজন করা হয়েছে। ঢাকায় পাকিস্তানি তারকা শিল্পী রাহাত ফতেহ আলি খানকে নিয়ে একটি অনুষ্ঠানের ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। তামিমের মতে, এই টাকা ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হলে বিপিএল আরও ভালো হতো।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি সত্যি কথা বলতে, অন্যরকম কিছু দেখিনি কনসার্টগুলো ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদেরকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, ‘ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে। ’

তামিম আরো বলেন, ‘বিপিএলে উইকেট, সম্প্রচারের মানসহ নানা সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করার পাশাপাশি খেলোয়াড়দের ভালো খেলাতে উৎসাহিত করতে হবে। এসব সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। সঙ্গে মাঠে ক্রিকেটাররা ভালো খেলতে পারলেই টুর্নামেন্ট সফল হবে বলে মনে করেন তিনি।  ’

তামিম বলেন, ‘এখনও এটা কিছুটা দ্রুত হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল। আমি এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন। ’ 

তিনি বলেন, ‘ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। ’

‘কিন্তু উনারা কোনোদিন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে। খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রান-৬০ রানের হবে, ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো, এগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি তাহলে সফল টুর্নামেন্ট হবে। ’ 

তামিম যদি বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পান, কী করবেন? জানতে চাওয়া হয়েছিল তার কাছে। উত্তরে তামিম বলেন, ‘এটা (উত্তর) কোনো একসময় দেবো। এটা লম্বা প্রসেস। লম্বা আলোচনা। এজন্য আমার মনে হয় না এই উত্তর দেওয়ার অবস্থায় আছি। ’

 

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি