ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার ভারতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩১, ৩০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৪

শেষ দিনে ম্যাচ বাঁচানোর চিন্তা নিয়ে মাঠে নামলেও শুরুতেই ধাক্কা খায় ভারত। যশ্বসি জয়সওয়াল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না রোহিত শর্মার দলের। বিতর্কের জন্ম দেয়া তার আউটের পর আর টিকতে পারেনি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার মেনে নিতে হয়েছে তাদের।

এর আগে, জসপ্রীত বুমরাহর তোপের পরও ৩৩৯ রানের বড় লিড পায় অস্ট্রেলিয়া। এরপর স্বাগতিক পেসারদের তোপে মাত্র ১৫৫ রানেই শেষ ভারত। আর এর মধ্য দিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতকে ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) ২২৮ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামেন অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার নাথান লিওন ও স্কট বোল্যান্ড। এ দিন মাত্র ৬ যোগ করে অস্ট্রেলিয়া। ৪১ রানে লিওন আউট হলে ২৩৪ রানে অলআউট হয় অজিরা। 

ভারতের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রানের। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারতীয় ব্যাটাররা। দলীয় ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

রোহিত শর্মা ৯, বিরাট কোহলি ৫ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লোকেশ রাহুল। এরপর যশস্বী জয়সওয়াল ও ঋঝভ পন্থ মিলে শুরু ধাক্কা সামাল দেন। ৮৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল। তবে দলীয় ১২১ রানে ১০৪ বলে ৩০ রান করে আউট হন পন্থ। তার বিদায়ের পর দ্রুতই আরও জোড়া উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা ২ ও নীতিশ কুমার রেড্ডি ১ রান করে আউট হন।

তবে একপ্রান্ত আগলে রেখে ভারতকে ম্যাচে টিকে রেখে ছিলেন জয়সওয়াল। ৮৪ রান করেন তিনি। ম্যাচের এমন অবস্থায় তৃতীয় আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকতের সাহসী এক সিদ্ধান্তে আউট হয়ে ফিরে যান জয়সওয়াল।

তার বিদায়ের পর প্রতিরোধ গড়তে পারেননি ভারতের টেলেন্ডাররা। শেষ পর্যন্ত ৭৯ ওভার ১ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নেন ৩টি করে উইকেট।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি