ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাদ পড়ার দিনে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিটনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ১২ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজই দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের সেই দলে জায়গা হয়নি লিটন দাসের। আর এই দিনেই লিটন খেললেন দুর্দান্ত এক ইনিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালালেন ডানহাতি এই ব্যাটার।

৮ চার আর ৭ ছক্কায় মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেছেন। টানা হারতে থাকা দলকেও এনে দিয়েছেন বিশাল সংগ্রহ। 

বিপিএলে আজকে সন্ধ্যার ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। শুধু লিটন নয়, সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। শেষ ওভারে আউট হওয়ার আগে এই ব্যাটার করেন ১০৮ রান। ততক্ষনে ঢাকার স্কোরবোর্ডে উঠে যায় ২৪১ রান। যা বিপিএলের ওপেনিং জুটিতে রেকর্ড।

এই রান করতে তামিম খেলেছেন ৬৪ বল। ৬টি চারের পাশাপাশি মেরেছেন ৮টি ছক্কা। তামিম আউট হলেও শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন লিটন। এতে ছিল ১০ টি চার আর ৯টি ছক্কার মার। আর ঢাকার টোটাল সংগ্রহ দাঁড়ায় ২৫৪ তে। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি