ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কামিন্সকে পেছনে ফেলে ডিসেম্বরের আইসিসি সেরা বুমরাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ১৪ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

২০২৪ সালের শেষ মাসটা মনে রাখার মতো কেটেছে জাসপ্রিত বুমরাহ'র। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সাফল্যের পুরস্কারটা আজ পেয়ে গেলেন এই ভারতীয় তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরুষ বিভাগে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ডেন পিটারসনকে হারিয়েছেন তিনি।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের কারণে মাসসেরা পুরস্কার পেলেন বুমরাহ। যদিও ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হেরেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন বুমরাহ। ঐ সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। ৯ ইনিংসে মাত্র ১৩.০৬ গড়ে ৩২ উইকেট নেন বুমরাহ। যার মাঝে তার নামের পাশে ছিল তিনবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব। এই অবিশ্বাস্য পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কার পান তিনি।

ডিসেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর বুমরাহ বলেন, ‘পরিশ্রমের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। ডিসেম্বরের সেরা খেলোয়াড় হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। নিজের ব্যক্তিগত এ সাফল্য আমাকে সবসময় ভালো করার জন্য অনুপ্রাণিত করে।’
বুমরাহ আরও বলেন,‘আমার খেলা সিরিজ গুলোর মধ্যে বোর্ডার-গাভাস্কার সিরিজ অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এটা আমার নিজের জন্য সম্মানের যে সেখানে আমি দেশের হয়ে ভালো করতে পেরেছি।’

নারীদের ডিসেম্বর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি