ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না তামিম 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিপিএলের চট্টগ্রাম পর্বে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। নিজের শহরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ফিফটিতে ভর করে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বরিশাল। ৪৮ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন তামিম। 

তবে মাঠে থেকেও পুরস্কার নিতে আসেননি তামিম। ম্যাচসেরার পুরস্কার ও অধিনায়কত্বের দায়িত্বের কাজ সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর প্রশ্ন জাগে কেন পুরস্কার নিতে আসেননি তামিম? 

বরিশাল দল সূত্রে জানা গেছে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য মঞ্চের পাশে গিয়ে তামিম অনেকটা সময় দাঁড়িয়ে ছিলেন। তবে পুরস্কার যিনি দেবেন, সেই বিসিবি সভাপতি ফারুক আহমেদেরই মঞ্চে আসতে দেরি হচ্ছিল। পরে একটু বিরক্ত হয়েই ড্রেসিংরুমে ফিরে যান বরিশালের অধিনায়ক। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। তবে সেখানে এ সব নিয়ে কোনো প্রশ্ন হয়নি। ফিফটি করে ছেলের মুখে হাসি ফুটেছে। এতেই খুশি তামিম, 'ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও হ্যাপি যে, ও একটা ভালো খেলা দেখতে পেরেছে।'

 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি