ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

৫১তম আগা খাঁন গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ২০ জানুয়ারি ২০২৫

তিনদিনব্যাপী কুর্মিটোলা গলফ কোর্সে ৫১তম আগা খাঁন গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এই টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৫০০ জন গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হাসান (অবঃ) উইনার, মেজর শেখ মোঃ ইউসুফ রেজা (অবঃ) রানারআপ এবং মিসেস শামীম আরা সাদেক লেডি উইনার হওয়ার গৌরব অর্জন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, প্রিন্স আগা খাঁন কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন প্রফেসর শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগা খাঁন গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি