ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়ালের জয়ে কপাল পুড়লো সিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ম্যানচেস্টার সিটির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এইরমধ্যে  নিজেদের লিগ শিরোপা জয় থেকে ছিটকে গেছে সিটিজেনরা। এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় পেপ গার্দিওয়ালার দলের। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানসিটি। আর দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ বিদায় নিতে হলো সিটিকে। আর তাদের বিদায় করে দেওয়ার ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথম ৩৫ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সিটিজেনরা। তাতে নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায়। ম্যাচের চতুর্থ মিনিটে রাউল আসেন্সিওর থ্রু বল পেয়ে সিটির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান এমবাপ্পে।

তার কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সিটি। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোনস। ২৯তম মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে সিটি গোলরক্ষক এডারসন তা ঠেকিয়ে দেন। তবে ৩৩তম মিনিটে এমবাপ্পের শট আর ঠেকাতে পারেননি সিটি গোলরক্ষক। রদ্রিগোর পাস পেয়ে সিটির ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক গোল করেন এমবাপ্পে।

দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতিতে থেকে ফিরে অবশ্য পাল্টা আক্রমণ করে সিটিও। তবে সিটির আক্রমণ ভালোভাবেই প্রতিহত করে রিয়াল। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে আবারও গোল খেয়ে বসে সিটিজেনরা। ভালভের্দের পাস পেয়ে দারুণ এক গোল করেন ফরাসি এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন এমবাপ্পে। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কারোর চেয়ে বেশি।

ম্যাচের বাড়ানো সময়ে এক গোল শোধ দেয় সিটি। ফ্রি কিক থেকে বল বারে লেগে ফিরে আসে নিকো গঞ্জালেজের পায়ে। যা ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি তিনি। ৩-১ গোলে হার নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায় শেষ করল ২০২৩ সালের চ্যাম্পিয়নরা। আর সিটিকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি