ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তবে কী দেশে ফিরছেন সাকিব আল হাসান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ২০২৫ মৌসুমের দল পরিবর্তন করলেন এই অলরাউন্ডার। এরপর থেকেই বাতাসে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, তবে কি দেশে ফিরছেন টাইগার অলরাউন্ডর? যদিও নিশ্চিতভাবে জানা যায়নি আসন্ন এই আসরে সাকিব খেলবেন কিনা।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে আসেননি সাকিব। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন তিনি। যে সিরিজ দিয়ে বিদায় জানাতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেটকে। তবে নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি তার।
 
ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর অবশ্য বিদেশের মাটিতেও জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। আফগানিস্তান সিরিজের পর তাকে ডাকা হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও।
 
এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। এর মধ্যে আবার রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে। জারি করা গ্রেফতারি পরোয়ানাও।
 
অন্যদিকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার অধিভুক্তি নিয়ে কথা উঠলেও বিবেচনার বাইরে চলে যান বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে। ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে সন্দেহের তালিকায় পড়া সাকিব দুবার পরীক্ষা দিয়েও উৎরাতে পারেননি। শুধু ব্যাটার হিসেবে বিবেচিত হওয়ায় তাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচকরা।
 
৩৭ বছর বয়সী সাকিব আর কখনো দেশের হয়ে নামতে পারবেন কি না সে সংশয়ও রয়ে গেছে।
 
তবে এতকিছুর পরও শনিবার (২২ ফেব্রুয়ারি) ডিপিএলের দলবদলে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত তিনি দেশে এসে আসরটিতে খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার পালা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি