ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাই-ভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আভিজাত্যের ছোঁয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরোনো দ্বৈরথ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বৈরথ। ভারত-পাকিস্তান ম্যাচের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় লড়াই অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াই। তা যেকোনো ফরম্যাট যেমনই হোক। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সেই মহারণ  গড়িয়েছে মাঠে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ ওভারে এক উইকেট হারিয়ে ৩২রান। বেন ডাকেট ১২ বলে ৯ রান ও জেমি স্মিথ  ৯ বলে ৫ রানে ক্রিজে আছেন। 

এর আগে, বেন দ্বারশুইসের বলে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে সংগ্রহ করেছেন ৬ বলে ১০ রান। 

ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

অস্ট্রেলিয়া একাদশ: অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ম্যাথু শর্ট, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি