ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অলআউট পাকিস্তান, ২৪২ রানের লক্ষ্য পেল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভালো শুরু করার পরও আড়াইশ’ টপকাতে পারলো না পাকিস্তান। টপ-মিডল ও লোয়ার অর্ডরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে তারা। চতুর্থ উইকেট জুটিতে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটি গড়লেও ভারতের বিপক্ষে ২৪১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়েছে পাকিস্তান। 

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। ভারতের হয়ে ৪০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার কুলদীপ যাদব।

টস জিতে ব্যাটিং করতে নেমে বাবর আজম ও ইমাম উল ওপেনিং জুটিতে ৪১ রান যোগ করেন। ৪৭ রানের মধ্যে ফিরে যান দু’জনই। বাবর খেলেন ২৩ বলে পাঁচটি চারের শটে ২৬ রানের ইনিংস। ইমাম উল ১০ করে রানআউট হন।

ওই ধাক্কা সামাল দেন শাকিল ও রিজওয়ান। কিন্তু তারাও পরপর সাজঘরে ফিরলে নতুন করে চাপে পড়ে পাকিস্তান। দলের ১৫১ রানে রিজওয়ান আউট হন। তিনি ৭৭ বলে ৪৬ রান করেন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফিরে যান শাকিল। তার ব্যাট থেকে ৭৬ বলে ৬২ রান আসে। পাঁচটি চার মারেন তিনি। 

দলের ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।

আসরের স্বাগতিকদের যাওয়া-আসার এই মিছিল আর থামেনি। দলের রান ২০০ হলে সালমান আঘা আউট হন। তিনি ১৯ রান করেন। একই রানে ফিরে যান শাহিন আফ্রিদি। ২৪১ রানেই পড়ে পাকিস্তানের শেষ দুই উইকেট। এর মধ্যে লোয়ারে খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলায় লড়াইয়ে পুঁজি পায় পাকিস্তান।

ভারতের হয়ে লেগ স্পিনার কুলদীপ যাদব দারুণ বোলিং করেছেন। চায়নাম্যান এই স্পিনার ৯ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্ডিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট পান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি