ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬ বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘ ছয় বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৮ সাল থেকে আর্থিক অস্বচ্ছতা ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার অর্থ ব্যয়ের অভিযোগে বাফুফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (০৭ মার্চ ২০২৫) বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এখন থেকে বাফুফে স্বাভাবিক কিস্তিতে ফিফার আর্থিক অনুদান পাবে।

বাফুফের আয়ের অন্যতম প্রধান উৎস হলো ফিফার ফান্ড। কিন্তু অনিয়ম ও অস্বচ্ছতার কারণে গত ছয় বছর ধরে বাফুফেকে অনেক বেশি কিস্তিতে অর্থ বরাদ্দ করা হচ্ছিল। অর্থ ছাড়করণের সেই শিথিলতা এবার প্রত্যাহার করে নিয়েছে ফিফা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, "ছয় বছর পর ফিফার দেওয়া সীমিত অর্থায়নের নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে বাফুফে। ফিফা আজ আমাদের এই অগ্রগতির কথা জানিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এটি করতে সক্ষম হয়েছি, যা অতীতে করা যায়নি।"

ফিফা সাধারণত প্রতি বছর সদস্য দেশগুলোকে ১ লাখ ২৫ হাজার ডলার বরাদ্দ করে থাকে, যা দুটি বা তিনটি কিস্তিতে দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞার কারণে বাফুফে গত ছয় বছর ধরে ১২টি কিস্তিতে এই অর্থ পেত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে তারা দুটি বা তিনটি কিস্তিতে পুরো অর্থ পাবে।

গত বছরের অক্টোবরে বাফুফের সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। এরপর তিনি ফিফা ও এএফসি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফিফা ও এএফসি সদর দপ্তর পরিদর্শন করেন। তার প্রচেষ্টায় বাংলাদেশে ফিফার অডিট টিমের সফর এগিয়ে আনা সম্ভব হয়।

ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাফুফে এখন বিশেষ প্রকল্পের জন্য ফিফাতে আবেদন করতে পারবে এবং তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে বলে জানান বাফুফে সভাপতি।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি