ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

 মেসির দেহরক্ষীর মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিওনেল মেসির খেলা দেখতে সবসময়ই দর্শকদের উন্মাদনা থাকে তুঙ্গে। প্রায় প্রতি ম্যাচেই কেউ না কেউ দৌড়ে ঢুকে পড়ছেন মাঠে, উদ্দেশ্য একটাই—মেসিকে ছুঁয়ে দেখা। আর ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো, যিনি মুহূর্তেই পরিস্থিতি সামাল দেন। তবে এবার সেই দৃশ্য হয়তো আর দেখা যাবে না।

মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন চুকো আর ম্যাচ চলাকালে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির নিরাপত্তার জন্য নিয়োগ পান সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন চুকো। মাঠের ভেতরে-বাইরে মেসি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই তার দায়িত্ব। কিন্তু নতুন এই নিষেধাজ্ঞায় তার ভূমিকা সীমিত হয়ে যাচ্ছে।

এক ভিডিও বার্তায় চুকো জানান, ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না।’ পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও প্রশ্ন তুলেছেন।

‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর মাত্র ২০ মাসে ১৬ জন দর্শক মাঠে প্রবেশ করেছে,’ বলেন চুকো।

চুকো মনে করেন, নিরাপত্তা ইস্যুতে তাকে দূরে সরিয়ে দেওয়া সমাধান নয়। ‘এখানে একটা বিশাল সমস্যা রয়েছে, আমি সেই সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন... আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে,’ বলেন তিনি।

ফলে এখন থেকে এমএলএস ও কনকাকাফের কোনো ম্যাচে মাঠের ধারে থাকতে পারবেন না চুকো। তবে প্রশ্ন থেকেই যায়—মেসির নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী বিকল্প ব্যবস্থা নিচ্ছে?


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি