ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্সেনালের জয়, হারের বৃত্তেই ম্যানইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে লিভারপুলের অনেকটাই এগিয়ে। তবে তাদের পেছনে দম ছাড়ছে না আর্সেনাল। মঙ্গলবার (১ এপ্রিল) ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে গানাররা। তবে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারতে হয়েছে তাদের।

ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্সেনাল। ম্যাচের ৩৭তম মিনিটে এনওয়ারির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মারিনো। দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই গোলের দেখা পান বুকায়ো সাকা। ৭৩তম মিনিটে মার্টিনেলির ক্রস থেকে হেড করে জাল কাঁপান এই ইংলিশ উইঙ্গার।

শেষ মুহূর্তে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন মুনোজ, তবে তা শুধু ব্যবধানই কমায়। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

এই জয়ে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট ।

অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আরও একবার ব্যর্থতার পরিচয় দিল ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ৫ মিনিটের মাথায় এলেঙ্গার গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

এই হারে ১৯৯১-৯২ মৌসুমের পর প্রথমবারের মতো এক আসরে ইউনাইটেডের বিপক্ষে দুইবারই জয়ের স্বাদ পেল নটিংহ্যাম। ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের তিন নম্বরে নটিংহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেড ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩তম স্থানে, যা তাদের হতাশাজনক মৌসুমের প্রতিচ্ছবি।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি