ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

নেপালের কাছে হার, শঙ্কা বাংলাদেশ শিবিরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরে শিরোপা জয়ের পথে শঙ্কা তৈরি হলো বাংলাদেশ শিবিরে। সোমবার রাতে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন নেপালের কাছে - গোলে হারে বাংলাদেশ

একই দিন অপর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারায় ভারত। খেলায় চার দল- ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের প্রত্যেকেরই ৬ পয়েন্ট।

কাল বুধবার শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

নিজেদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৩ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এর পরের ম্যাচেই যুবারা মালদ্বীপকে হারায় ২-০ গোলে।

সোমবার শিরোপার পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। খেলার শুরু থেকেই নেপালের রক্ষণে চাপ দিলেও গোল পাচ্ছিল না যুবারা। উল্টো ২২তম মিনিটে পিছিয়ে পড়ে তারা।

৩০তম মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। সতীর্থের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরার পর মোহাম্মদ আল আমিনের ফিরতি হেডে বল জালে জড়ায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বড় ধাক্কা খায় বাংলাদেশ। নেপালের এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ।

আট মিনিট পর রোমান লিম্বুর অবিশ্বাস্য গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪০ গজ দূর থেকে তার নেওয়া লম্বা ফ্রি-কিক গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চলে যায় জালে।

 

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি