ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ৩২০ রানে শেষ, লিড নিয়ে ক্রিজে দ. আফ্রিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৫৯, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথম দিনের বোলিং ব্যর্থতা ঢাকতে সবার আশা ছিল ব্যাটিংয়ের দিকে। কিন্তু ব্যাটিংয়ের তেমন কারিশমা দেখাতে পারলনা টাইগাররা। পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশকে ৩২০ রানে অলআউট করে ১৭৬ রানের লিড নিয়ে ক্রিজে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

চা বিরতির পর শেষ দুটি উইকেট পড়তে বেশি সময় নিল না দক্ষিণ আফ্রিকা। রাবাদার বাউন্সারে মিরাজের বিদায়ের পর শফিউলকে ফিরিয়ে ইনিংসের ইতি টানলেন মহারাজ। স্লিপে দারুণ ক্যাচ নিলেন হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকার মটিতে পঞ্চম টেস্টে এই প্রথম স্বাগতিকদের দুইবার ব্যাট করাতে পারছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের আগের সর্বোচ্চকে ছাড়াতে পারেনি বাংলাদেশ। ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ এখনও শীর্ষে।

বাংলাদেশের ইনিংসে দুটি অর্ধশতক, সেঞ্চুরি নেই। আরও চার জন ২৫ ছুঁয়েও করতে পারেননি বড় কিছু। তাই গড়ে ওঠেনি বড় কোনো জুটি। পঞ্চাশের জুটি হয়েছে চারটি, একটিও নেই তিন অঙ্কের জুটি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৯.১ ওভারে ৩২০ (আগের দিন ১২৭/৩) (মুমিনুল ৭৭, তামিম ৩৯, মাহমুদউল্লাহ ৬৬, সাব্বির ৩০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*; মর্কেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, অলিভিয়ের ১/৫২, ফেলুকওয়ায়ো ১/১৮, মারক্রাম ০/১৩)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬/৩ (ডি.)


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি