ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

প্রথম ওভারেই আউট তামিম, মমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৬, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৩৬, ১ অক্টোবর ২০১৭

পচেফস্ট্রুম টেস্টে ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে সফরকারী বাংলাদেশ। প্রথম ওভারেই বোল করতে আসেন প্রোটিয়া প্রেসারা মরনে মর্কেল। মর্কেলের চতুর্থ বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।

তামিমের আউটের পরে ক্রিজে আসেন মমিনুল হক। আর ওভারের শেষ বলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেন মমিনুল হকও। মর্কেলের শেষ বোলটি ঠিক মতো রিড করতে পারেননি মমিনুল। সোজা তার প্যাডে আঘাত হনে বোলটি। জোরালো আবেদন জানান মর্কেল। আর তাতেই সারা দিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিজ গ্যাফেনি। কিন্তু রিভিউতে দেখা যায় মর্কেলের ওই বোলটি লেগ স্ট্যাম্পের বাইরের দিয়ে বের হয়ে যায়। এক্ষেত্রে রিভিউ না নিয়ে ভুল করেছেন মমিনুল। বড় ক্ষতি গুনতে হলো বাংলাদেশকে।

সামনে ৪২৪ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এর আগে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

৬ ওভার বোল করে তিনটি উইকেট তুলে নিয়েছেন মমিনুল হক সৌরভ। দুটি উইকেট নিয়েছেন কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর শফিউল ইসলাম নিয়েছেন একটি উইকেট।

এর আগে বাংলাদেশ টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে ৪৯৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জাবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩২০ রান করে অল আউট হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি