ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

করাচি কিংসে নাম লেখালেন আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ৪ অক্টোবর ২০১৭

পেশোয়ার জালমির জার্সিতে আর দেখা যাবে না বুম বুম আফ্রিদিকে। তৃতীয় আসরে করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানি এ অলরাউন্ডারপিএসএলের দ্বিতীয় আসরে জালমিরকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি

আফ্রিদিকে দলে পেয়ে আনন্দিত করাচি কিংসের মালিক সালমান ইকবাল। তিনি বলেন, পাকিস্তান ক্রিকেটে অনেক বড় তারকার নাম আফ্রিদি। তার অভিজ্ঞতা ও দক্ষতা করাচি কিংসকে আরও এগিয়ে নেবে।

আফ্রিদি নতুন ঠিকানায় গেলেও তার প্রশংসা করেন জালমির মালিক জাভেদ আফ্রিদি। তিনি বলেন, আফ্রিদি একজন বিশ্বমানের খেলোয়াড়। দুর্দান্ত অবদানের জন্য জালমি পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি