দ. আফ্রিকা দলে ড্যান প্যাটারসন
প্রকাশিত : ০৯:৪৭, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:১২, ৯ অক্টোবর ২০১৭
বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ড্যান প্যাটারসন। চোটের কারনে মর্নে মর্কেল বাদ পড়ায় টেস্ট স্কোয়াডেও নেওয়া হয়েছে ২৮ বছর বয়সী এ পেসারকে।
দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্যাটারসন ।
দলে ফিরছেন লেগস্পিনার ইমরান তাহিরও। তবে প্রথম টেস্টে ভালো করা কেশভ মহারাজের জায়গা হয়নি ওয়ানডে দলে।
ওয়ানডে দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্সও। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলবেন তিনি।
দুদলের মধ্যকার প্রথম ওয়ানডেটি হবে কিম্বার্লিতে ১৫ অক্টোবর
দক্ষিণ আফ্রিকা দল: দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, ডেইন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা
এমআর/এআর