ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ওয়ানডে দলে ডাক পেলেন নাসির-সাইফ উদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৩৯, ৫ অক্টোবর ২০১৭

বহু দিন উপেক্ষিত থেকে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম গ্রাউন্ডে টেস্ট দলে ফিরেছিলেন নাসির হোসেন। তবে দুই টেস্ট খেলেই বাদ পরেছিলেন। ক্যারিয়ার নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছিল দেশের অন্যতম সেরা এই অলারাউন্ডারের। তবে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে ফের ডাক পেলেন এই বাহাতি অফ স্পিনার। 
দলে নতুন মুখ আছে একটি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
টেস্টের পর ওয়ানডে দলেও ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে দক্ষিণ সফরের দলে নেই মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম ও সানজামুল ইসলাম।
চোখের ইনফেকশনের কারণে দলে নেই মোসাদ্দেক। বাদ পড়েছেন শফিউল ও সানজামুল। মূলত মোসাদ্দেকের জায়গায়ই নাসির ও সাইফকে ভাবা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন নাসির হোসেন। সেই টুর্নামেন্টে একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল। ২ উইকেট নিয়ে অবদান রেখেছিলেন দলের জয়ে। ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তার আগে খেলেছেন গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যন্ডের বিপক্ষে সিরিজে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন স্ট্যান্ড বাই।
বহুদিন ধরে উপেক্ষিত নাসির ঘরোয়া লীগে ধারাবাহিক পারফরমেন্স করে গেছেন। সেঞ্চুরির পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যাকর। তাও আবার একাধিক ম্যাচে। তবুও নির্বাচকদের নজর কাড়তে পারছিলেন না। অবশেষে দক্ষিণ আফ্রিকায় সুযোগ পেলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন সাইফ উদ্দিনও। গত বছর দেশের মাটিতে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই পেস বোলিং অলরাউন্ডার বেশ কিছু দিন ধরেই ছিলেন নির্বাচকদের নজরে। গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। এরপর হাই পারফরম্যান্স দলের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে। সেই ধারাবাহিকতায় এবার ওয়ানডে দলে। পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণে বাংলাদেশের ভবিষ্যত বাজি তিনিই।
চোটের কারণে খেলা নিয়ে শঙ্কা থাকলেও আপাতত রেখে দেওয়া হয়েছে তামিম ইকবালকে। টিকে গেছেন ইমরুল কায়েসও। যথারীতি রঙিন পোশাকে উপেক্ষিত মুমিনুল হক।
আগামী ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। ওয়ানডে দলের যারা টেস্টে নেই, তারা দেশ ছাড়বেন আগামী শনিবার সকালে।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি