ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ দলে চার পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:৩২, ৬ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে একটি পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। চোটের কারণে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে চোট কাটিয়ে ফিরছেন সৌম্য সরকার। বাকি তিনটি পরিবর্তন বোলিং লাইন আপে। প্রথম ম্যাচে বোলারদের বিবর্ণ চেহারা ও প্রকাশ্যে অধিনায়কের কড়া সমালোচনার পর পরির্বতনগুলো অনুমিতই ছিল।

প্রথম টেস্টে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুস্তাফিজুর রহমান টিকে গেছেন। বদল এসেছে বাকি তিন বোলারে। জায়গা হারিয়েছে তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দলে এসেছেন রুবেল হোসেন, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম।


টিকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি